সুগন্ধি ব্যবহারের সঠিক নিয়ামবলী কী?

    সুগন্ধি ব্যবহারের সঠিক নিয়ামবলী কী?

    Doctor Asked on March 3, 2015 in সাধারণ.
    Add Comment
    1 Answer(s)

      সুগন্ধি বা পারফিউম এখন ব্যবহার করেন না এমন ব্যক্তি খুব কম পাওয়া যাবে। দামী দামী পারফিউম থেকে শুরু করে হালের বডি স্প্রে ব্যাবহার করেন কমবেশি সবাই। যদিও এক সময় আমাদের দেশে সুগন্ধি ব্যবহারের যথেষ্ট চল ছিলোনা, কিন্তু এখন ছোট বড় সবাই সুগন্ধির ব্যবহার করছেন। সুগন্ধি বা পারফিউম এর ব্যবহার শুধু অন্যের সামনে নিজেকে আকর্ষণীয় করে তুলে ধরা তাই নয়, এর ব্যবহারে শরীর ও মন চাঙ্গা হয়ে উঠে। সারাদিন সজীবতা ধরে রাখতে সাহায্য করে সুগন্ধি। শুধু তাই নয়, সঠিকভাবে ব্যবহার করতে জানলে মনে প্রশান্তি আনে এবং কর্মজীবনেও আনে প্রফুল্ল মনোভব।

      তবে অনেকেই সঠিক নিয়মে সুগন্ধির ব্যবহার এখনও বুঝে উঠতে পারেননি। তাদের এই অপব্যবহারে অনেকেকেই সম্মুখীন হতে হয় বিড়ম্বনার। আজকে আমাদের আয়োজন সুগন্ধির সঠিক ব্যবহার নিয়েই। আসুন জেনে নেই সে সম্পর্কে-

      – সুগন্ধি ব্যবহারের সময় প্রথমেই খেয়াল রাখবেন, আপনি যে সুগন্ধি ব্যবহার করবেন তা নির্ভর করবে স্থান, পরিবেশ, ঋতু, সময়, উপলক্ষ্য ও আপনার মন-মেজাজের ওপর। গরমের দিনের কড়া রোদের মাঝে খুব কড়া/উগ্র সুগন্ধি ব্যবহার করতে হয় না। আবার শীতের দিনে গাঢ় ধরনের সুগন্ধি ব্যবহার করতে পারেন।

      – কর্মস্থলে উগ্র ধরনের সুগন্ধি ব্যবহার করা থেকে বিরত থাকুন। কর্মস্থলে এ ধরনের সুগন্ধি ব্যবহার করলে আপনার সহকর্মীর কাজের প্রতি মনোযোগ নষ্ট হতে পারে।

      – খুব একটা দরকার না পড়লে সস্তা সুগন্ধি ব্যবহার করতে যাবেন না। কারণ এতে যে সুগন্ধির ব্যাহার হয় তা অনেক কড়া মানের হয়। এছাড়াও এমন সুগন্ধি বেশিক্ষণ স্থায়ী হয়না।

      – স্থান বুঝে সুগন্ধি ব্যবহার করবেন। কোথাও যাবার আগে জেনে নিন সেই স্থান সম্পর্কে এবং সে অনুযায়ী পারফিউম ব্যবহার করুন। বদ্ধ স্থান হলে হালকা ধরনের সুগন্ধি এবং খোলা স্থান হলে গাঢ় ধরনের সুগন্ধি ব্যবহার করতে পারেন।

      – এছাড়াও মনে রাখবেন, যদি ঘামের দুর্গন্ধ দূর করতে হয়, সেক্ষেত্রে অন্য কোন প্রকারের সুগন্ধি ডিওডোরেন্টের বিকল্প হতে পারে না। তাই একাজে ডিওডোরেন্টই ব্যবহার করার চেষ্টা করুন।

      – একান্ত প্রিয়জনের সান্নিধ্যে অন্তরঙ্গ সময় কাটানোর সময় ব্যবহার ককরতে পারেন সুগন্ধি। এ সময় গাঢ়, উদ্দীপক সুগন্ধি ব্যবহার করতে পারেন।

      – মনে রাখবেন কাপড়ে কখনোই সুগন্ধি লাগাবেন না, এতে কাপড়ের সুতো নষ্ট হয়। এছাড়াও কিছুক্ষণ পরে মিলিয়ে যায় সুগন্ধি।

      – এছাড়াও কোন ধরনের গয়নাতে সুগন্ধি ব্যবহার করতে যাবেন না। যেমন- মুক্তোর গহনায় যাতে সুগন্ধি না লাগে সে দিকে খেয়াল রাখতে হবে কারণ এতে মুক্তোর দ্যুতি নষ্ট হয়। আবার স্বর্ণালঙ্কারের উপরেও পারফিউম লাগাবেন না। আগে পারফিউম ব্যবহার করে নিন। এর পাঁচ মিনিট পরে গহনা পরুন।

      – সুগন্ধি সব সময় অন্ধকারে বা ঠান্ডা সংরক্ষণ করে রাখুন, তা না হলে এর উপাদান নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে।

      – এছাড়াও সুগন্ধি একটানা বেশি দিন ঘরে জমিয়ে রাখবেন না। বেশিদিন থাকলে তা আর ব্যবহারের যোগ্য থাকে না।

      – সুগন্ধি ব্যবহার করবেন বাইরে যাবার ৫/১০ মিনিট আগে ব্যবহার করুন। বাইরে যাবার একদম আগমুহূর্তে ব্যবহার করবেন না। কিছুক্ষণ আগে ব্যবহার করলে সুগন্ধি বসে যেতে সুযোগ পায়।

      – এছাড়া মনে রাখবেন, তৈলাক্ত ত্বকে কিন্তু সুগন্ধি বেশিক্ষণ থাকে। তাই যাদের ত্বক শুষ্ক তারা কোনো ক্রিম বা লোশন ব্যবহার করার পর সুগন্ধি ব্যবহার করুন। এতে সুগন্ধি বেশিক্ষণ থাকবে।

      জানা হয়ে গেল সুগন্ধি ব্যবহারের নানা দিক। এখন সঠিক নিয়মে সুগন্ধি ব্যবহার করুন এবং নিজেকে আকর্ষণীয় করে তুলুন সকলের কাছেই

      Professor Answered on March 3, 2015.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.