স্কুল বা কলেজে ভর্তির জন্য Donation দেয়ার অনুমতি আছে কি?
স্কুল বা কলেজে ভর্তির জন্য Donation দেয়ার অনুমতি আছে কি?
ডাঃ জাকির নায়েকঃ আমার মতে যদি Donation দেয়া হয় এ জন্য যে স্কুলের উন্নতি হবে অথবা নতুন কোন শিক্ষক নিয়োগ দেয়া হবে, তবে সেটা দেয়া যেতে পারে। তবে সেটা যদি ঘুষ হয়, তাহলে সেটা হারাম। ঘুষ আর উপহারে পার্থক্য আছে।
পবিত্র কোরআনের সূরা বাকারার ১৮৮ নং আয়াতে উল্লেখ করা হয়েছে-
“অন্যের সম্পত্তি গ্রাস করার জন্য বিচারকদের ঘুষ দিও না”
অনেকে হয়ত বলতে পারে উপহার আর ঘুষ একই জিনিস।
আমাদের নবী করিম (সাঃ) কে জিজ্ঞাসা করা হয়েছিল যে, উপহার ও ঘুষের মধ্যে পার্থক্য করব কি করে? উত্তরে নবী করিম (সাঃ) বলেন, তুমি ঐ অবস্থানে থাকলে উপহারটা যদি না আসত তাহলে সেটা ঘুষ।
সুতরাং আপনি Donation দেন এ উদ্দেশ্যে যে এটা প্রতিষ্ঠানটির উন্নয়নের কাজে ব্যাবহার করা হবে। আপনাকে খেয়াল রাখতে হবে সেই টাকাটা যেন প্রিন্সিপাল বা কর্তৃপক্ষের পকেটে না যায়। আর ভর্তি করার জন্য উপহার তথা ঘুষ হিসেবেও না হয়।