স্টুডেন্ট ভিসাতে অস্ট্রেলিয়া যাওয়ার পদ্ধতি কী?
স্টুডেন্ট ভিসাতে অস্ট্রেলিয়া যাওয়ার পদ্ধতি কী?
কেউ অস্ট্রেলিয়ায় পড়তে আসলে এইচএসসি পাশের পরই চেষ্টা করা ভালো। কারণ দেশে যত পড়েন না কেন এখানে এসে এবিসিডি সব আবার নতুন করে পড়তে হবে। তবে, এই পর্যায়ে যেতে হলে বাবা-মা বা স্পন্সরের একাউন্টে ভালো পরিমাণের কিছু টাকা থাকতে হবে। (স্নাতক পাশ করে গেলে অনেক সময় রেজাল্টের ভিত্তিতে স্কলারশিপের আবেদন করা যায়) । ব্যাংকে কমপক্ষে ৪০-৫০ লাখ টাকা জমা দেখাতে হয়। ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন আবার তাদের নিয়োগকৃত আইন প্রতিষ্ঠানের মাধ্যমে অনুসন্ধান করে নিশ্চিত হতে চাইবে ব্যাংকে দেখানো টাকাগুলো অভিভাবক বা স্পন্সরের সৎ আয়, ট্যাক্স পেইড কিনা। একবার যেতে পারলে ইংরেজী, কাজে দক্ষ হলে আস্তে আস্তে পার্টটাইম জবের ব্যবস্থা করা যাবে। কিন্তু, এতোটুকু করতেই অনেক কষ্ট, অনেক ঝড় সহ্য করতে হবে। আইএলটিএস এ কমপক্ষে সব শাখায় ৭ তুলতে হবে। অস্ট্রেলিয়ার অভিবাসন ওয়েবসাইটে ঢুঁ মারবেন এবং এডুকেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট দেখে কোন বিষয়ের চাহিদা ভালো তা অনুযায়ী সেই স্টেট / কলেজে এপ্লাই করতে হবে। শুদ্ধ উচ্চারণে ইংরেজি বলা রপ্ত করবেন ভালোভাবে। কারণ শুদ্ধ ইংরেজি বলতে পারাটা এদেশের কাজের সবচেয়ে বড় স্কিল। ঢাকায় ব্রিটিশ কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে ভালো স্কোর তুলবেন এ ব্যাপারে। নিয়মিত ইংরেজী পত্রিকা পড়বেন, বোঝার চেষ্টা করবেন। ইংরেজি গান, সিনেমা শুনবেন, দেখবেন সাব-টাইটেল সহ। পত্রিকার টপিক ধরে ধরে ইংরেজী লেখা প্র্যাকটিস করতে হবে। শুভকামনা।