স্ট্রেট ফরোয়ার্ড কথা বলা কি ঠিক?
স্ট্রেট ফরোয়ার্ড কথা বলা কি ঠিক?
কলেজে আমার একটা মেয়েফ্রেন্ড ছিলো.. খুব ক্লোজ না এক সাথে প্রাইভেট পড়তাম এই যা.. মেয়েটা প্রচুর কথা বলত..
মাঝে মাঝে এমন কিছুও বলে বসত “যা বলার আগে আমরা হাজার বার ভাবতাম”.. যার কারনে অনেক সময় সবার সামনে লজ্জায়ও পরতে হত.. কখনো কখনো কাউকে পছন্দ না করলে, কি জন্য করে না তা তার সামনেই বলা শুরু করত..
মেয়েটা এমনিতে ভাল ছিল কিন্তু এসব কারনে সবাই একটু অভদ্র ভাবত.. কিন্তু আমার কাছে মেয়েটাকে অনেক ভাল লাগত.. ও আসলে অনেকটা ওপেন বুকের মতো ছিল.. ওর কথা বার্তা মাঝে মাঝে সবাইকে কষ্ট দিত কিন্তু ওর বলা প্রতিটা কথা কিন্তু সত্যি হত.. সেটা যার সম্পর্কে যাই বলুক না কেন..
আসলে বেশি কথা বলা বা এমন স্ট্রেট ফরোয়ার্ড কথা বলা মানুষগুলা অন্য সবার চেয়ে একটু আলাদা হয় অনেকটা বাচ্চাদের মত.. আট দশজনের মত কূটনৈতি বুঝে না কোন কিছু লুকাতে ও জানেনা.. এদের বলা মিথ্যা কথা শুনলে ও আপনার হাসি পাবে.. একটু Rude টাইপের হলেও অলয়েজ সত্যটাই বলে.. আমাদের মতো পেটে কথা চেপে মুখে হাসতে পারে না..
বেশি কথা বলা বা স্ট্রেইট ফরোয়ার্ড আচরণ করা মানুষ কারো কারো কাছে অস্বাভাবিক লাগে কেউ কেউ বিরক্ত ও হয়.. তবে এটা এমন কোন বাজে কিছু নয় যার জন্য কাউকে ভিন্ন চোখে দেখা উচিত..আমার কাছে উলটা একে ভালো একটা গুন মনে হয়.. এই টাইপের মানুষগুলাকে বন্ধু বানানো উচিত..