স্ত্রী নিজ ইচ্ছায় তালাক দিলে কি দেন মোহরের টাকা পাবে?
স্ত্রী নিজ ইচ্ছায় তালাক দিলে কি দেন মোহরের টাকা পাবে?
Add Comment
হ্যা, ডিভোর্স যেই দিক দেনমোহর পরিশোধ করতে হবে। স্ত্রী দেনমোহর চাইলে দেনমোহর আপনাকে দিতেই হবে। এমনকি আপনার যদি দেনমোহর দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে স্ত্রী আপনার বা আপনার বাবা মার সম্পত্তি বিক্রয় করে দেনমোহর এর টাকা আদায় করতে পারেন। আর সন্তান যেহেতু এখনও শিশু সেহেতু সন্তান তার মায়ের কাছেই থাকবে আইনীমতে। তবে মায়ের যদি সন্তানের ভরণপোষণ এর ক্ষমতা না থাকে তাহলে আইন সন্তানকে তার বাবার কাছে কাস্টডি দিতে পারে।