স্থায়ীভাবে ফর্সা হবার উপায় কী?
স্থায়ীভাবে ফর্সা হবার উপায় কী?
Add Comment
বাজারের রঙ ফর্সাকারী কোনো প্রডাক্টই আমাদের ত্বকের জন্য ভালো না। এগুলো আমাদের ত্বকের ক্ষতি করে। এগুলো ব্যবহার না করাই ভালো। আমাদের ত্বক আসলে মেলানিনের কম বেশির কারণে ফর্সা, শ্যামলা, কালো হয়ে থাকে। কোনো প্রডাক্ট ব্যবহার করে এই মেলানিনের তারতম্য ঘটানো সম্ভব না। তবে হ্যা অনেকেরই ত্বরে ময়লা জমে কালচে ভাব তৈরি করে। সেক্ষেত্রে কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে কিছুটা ভালো ফল পাওয়া সম্ভব। সেক্ষেত্রে আপনি লেবুর রস, মধু, কাঁচা হলুদ, কলা, পাকা পেপে, দুধের সর, মুসুরের ডাল, বেসন, চালের গুড়া, ময়দা, আটা ইত্যাদি ব্যবহার করতে পারেন। এগুলো আপনার ত্বকের ময়লা কাটিয়ে কিছুটা উজ্জ্বল আভা দিতে পারে তবে একেবারে দুধে আলতা ফর্সা করে দিবে না।