স্পার্ম ডোনেট করতে গেলে কি শারীরিক সম্পর্কের প্রয়োজন হয়?
স্পার্ম ডোনেট করতে গেলে কি শারীরিক সম্পর্কের প্রয়োজন হয়?
Add Comment
না, এর জন্য শারীরিক মিলনের প্রয়োজন হয় না। এই সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কটিতে ব্রাউজ করতে পারেন।
স্পার্ম ডোনেশন এর ব্যাপারে জানতে চাই, জানাবেন প্লিজ :
স্পার্ম ডোনেশন সম্পর্কে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। স্পার্ম ডোনেশন হল কোনো ব্যক্তির ইচ্ছায় কোনো মহিলার গর্ভাশয়ে যার শুক্রাণু দান করা। এতে কোনো ধরনের শারীরিক সম্পর্ক স্থাপন ছাড়াই গর্ভাশয়ে শুক্রাণুকে স্থাপন করা হয়ে থাকে। স্পার্ম ডোনেশন ব্যক্তিগতভাবে এবং স্পার্ম ব্যাংক বা ফারটিলিটি ক্লিনিকের মাধ্যমে দান করা যেতে পারে। এর বিনিময়ে স্পার্ম ডোনেটরকে অর্থ প্রদান করা হয়ে থাকে।