স্পার্ম ডোনেশন এর ব্যাপারে জানতে চাই, জানাবেন প্লিজ?
স্পার্ম ডোনেশন এর ব্যাপারে জানতে চাই। এই বিষয়ে ধর্ম ও আইন কী বলে?
স্পার্ম ডোনেশন :
স্পার্ম ডোনেশন সম্পর্কে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। স্পার্ম ডোনেশন হল কোনো ব্যক্তির ইচ্ছায় কোনো মহিলার গর্ভাশয়ে যার শুক্রাণু দান করা। এতে কোনো ধরনের শারীরিক সম্পর্ক স্থাপন ছাড়াই গর্ভাশয়ে শুক্রাণুকে স্থাপন করা হয়ে থাকে। স্পার্ম ডোনেশন ব্যক্তিগতভাবে এবং স্পার্ম ব্যাংক বা ফারটিলিটি ক্লিনিকের মাধ্যমে দান করা যেতে পারে। এর বিনিময়ে স্পার্ম ডোনেটরকে অর্থ প্রদান করা হয়ে থাকে।
আইন :
পৃথিবীর অনেক দেশেই স্পার্ম ডোনেশনের বৈধতা রয়েছে। তবে এক্ষেত্রে কিছু আইনি বিধান পালন করতে হয়। যেমন :
– শুক্রাণুদাতাকে স্পার্ম ডোনেশনের বিনিময়ে অবশ্যই উপযুক্ত অর্থ প্রদান করা।
– স্পার্ম ডোনেট করার পূর্বে শারীরিক সুস্থতা নিশ্চিত করা।
– ঔরসজাত সন্তানের প্রতি কিছু দায়দায়িত্ব ওকর্তব্য পালন করা।
ধর্ম :
উইকিপিডিয়াতে বলা হয়েছে যে কিছু ধর্ম এই বিষয়টিকে সমর্থন করে আবার কিছু ধর্ম এটিকে একেবারেই নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে ইসলাম ধর্মে স্পার্ম ডোনেশনের বিষয়টিকে হারাম হিসেবে বিবেচ্য করা হয়েছে। এর যে মূখ্য কারণ দেখানো হয়েছে তা হল স্পার্ম ডোনেশনের ফলে বংশের মিশ্রণ ঘটে যায় যাকে জিনাহ বলা হয়ে থাকে এবং এই জিনাহ ইসলাম ধর্ম অনুযায়ী হারাম।
হাদিসে উল্লেখিত আছে যে, ‘ইসলাম ধর্ম অনুযায়ী বৈর্ধ নয় এমন কোনো স্ত্রী লোকের গর্ভে এক ফোঁটা শুক্রাণু ফেলা বহুদেববাদের পরে সবচেয়ে বেশি গুনাহ এর কাজ।’
এছাড়া এ প্রসঙ্গে সৌদিআরবের পূর্বাঞ্চলে অবস্থিত প্রাইমারি মেডিকেল কেয়ার অ্যামিনিস্ট্রেশনের সাথে যুক্ত সংক্রামক ব্যাধি বিভাগের প্রধান ড. আহমেদ মুহাম্মদ খাঁন বলেন যে, ইসলামে অবৈধতার পাশাপাশি স্পার্ম ডোনেশনের বিষয়টি বৈজ্ঞানিকভাবেও রীতিবিরুদ্ধ। কেননা ব্যাংকগুলোতে শুক্রাণুকে স্বাভাবিক তাপমাত্রার নিচে এমন একটি তাপমাত্রায় প্রিজার্ভ করে রাখা হয় যা মোটেই স্বাস্থ্যকর নয়। এজন্যই ইসলামিক বেশ কয়েকটি দেশের জনগণ এই পদ্ধতিকে গ্রহণ করেননি বা তাদের দেশে বিষয়টিকে নিষিদ্ধ ঘোষণা করেন। ধন্যবাদ