স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চাই, কী করবো?
স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চাই, কী করবো?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে। আমি আপনার প্রশ্নের উত্তর দেবার জন্যে বেশ চিন্তা ভাবনা করলাম। আপনার অবস্থান কোন এলাকায় আপনি বলেন নি। যদি আপনি ঢাকায় থেকে থাকেন, তাহলে এক-দেড় লাখ টাকায় ব্যবসা শুরু করা বেশ কঠিন। কারণ, আপনি একটা দোকান জাতীয় জায়গা নিতেই আপনার অনেক অর্থ খরচ করতে হবে। আপনি এক্ষেত্রে যেটা করতে পারেন, স্ট্রীট ফুডের একটা দোকান শুরু করতে পারেন। যেটার একটা বাস্তব ধারণা আপনি পাবেন সীমান্ত স্কয়ারের সামনের এধরণের দোকানগুলো থেকে। এছাড়াও আরেকটু দেখতে পারেন আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের সামনের এধরণের দোকানগুলো। এই ধারণাটা ভালো, শুরু করার জন্যে। এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন বিক্রিত পণ্যের মান হতে হবে খুব ভালো, আর দাম হতে হবে কম। লাভের ব্যাপারটা আসবে পরে। তাহলেই কেবল আপনি প্রতিষ্ঠিত হবার স্বপ্ন দেখতে পারেন! আর আপনি যদি ঢাকার বাইরের হন, তাহলে আপনার এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট আছে কি? যদি না থাকে, আপনি হয়ে যেতে পারেন আপনার এলাকার আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার)। এজন্যে আপনার প্রয়োজন হবে সঠিক তথ্য ও দক্ষতা। আপনার জন্য রইল শুভকামনা