স্বামী ও স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে কি কি সমস্যা হয়?
স্বামী ও স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে কি কি সমস্যা হয়?
Add Comment
কোন সমস্যা নেই যদি দুইজনারি Rh-group একই হয়।
মানে দুই জনই পজেটিভ (+) বা দুইজনই নেগেটিভ (-) হয়।
তবে স্ত্রী যদি নেগেটিভ এবং স্বামী যদি পজেটিভ হয় তাহলে প্রথম বাচ্চা হবে কিন্তু পরে আর কোন বাচ্চা হবে না, পেটের মধ্যেই মারা যাবে। এক্ষেত্রে প্রথম বাচ্চা হওয়ার পর মাকে এন্টি-ডি ইনজেকশন দিয়ে এই সমস্যা দূর করা যায়।