স্বামী যদি দ্বিতীয় বিবাহ করতে চায় তাহলে সেক্ষেত্রে কি প্রথমা স্ত্রীর অনুমতি নিতে হবে?
স্বামী যদি দ্বিতীয় বিবাহ করতে চায় তাহলে সেক্ষেত্রে কি প্রথমা স্ত্রীর অনুমতি নিতে হবে?
ডাঃ জাকির নায়েকঃ এটি স্বামীর জন্য অত্যাবশ্যকীয় নয় যে, দ্বিতীয় বিয়ের সময় তার প্রথমা স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে- কেননা কুরআন বলছে- ‘তুমি একাধিক বিয়ে করতে পারবে একটা মাত্র শর্তে যে, যদি তুমি তোমার স্ত্রীদের মধ্যে (পূর্ণাঙ্গভাবে)ন্যায়বিচার করতে পার’।
কিন্তু এটি অবশ্যই উত্তম যে, দ্বিতীয় বিয়ের আগে স্ত্রীর অনুমতি নেয়া এবং এটি তার কর্তব্য যে, সে তার দ্বিতীয় বিয়ের আগে স্ত্রীকে জানানো- কেননা ইসলাম বলে- যদি একাধিক স্ত্রী থাকে, তাহলে তোমাকে অবশ্যই তাদের মধ্যে ন্যায় বিচার করতে হবে’।
কারণ যদি প্রথম স্ত্রী অনুমতি দেয়, তবে স্বামী ও তার স্ত্রীর মধ্য অন্তরঙ্গ সম্পর্ক বিরাজ করবে।
কিন্তু এটি অত্যাবশ্যকীয় নয়, তবে যদি চুক্তিতে এটি উল্লেখ থাকে তবে তাকে অনুমুতি নিয়েই বিয়ে করতে হবে।
চুক্তিটি এরকম যে “তুমি স্ত্রী থাকাকালীন আমি কাউকে বিয়ে করব না”।
কিন্তু অন্য ক্ষেত্রে এটি বাধ্যতামূলক বরং ভাল।