স্মার্ট ফোন কেনার আগে কি কি বিষয় জানার দরকার?

    স্মার্ট ফোন কেনার আগে কি কি বিষয় জানার দরকার?

    Vice Professor Asked on November 28, 2016 in অ্যান্ড্রয়েড.
    Add Comment
    1 Answer(s)

      নিচের বিষয় গুলা খেয়াল রাখবেন। বাকি পরিচিত কোন Tech Expert কে সাথে নিয়ে যেতে পারেন।

      • Brand. এটাই ফ্যাক্ট। টাকা থাকলে চোখ বন্ধ করে Brand এর সেট নিতে পারেন। যেমনঃ Samsung/HTC.
      • র‍্যাম। ১জিবির বেশি হওয়া চাই। তবে Brand সেট(eg. Samsung) গুলার র‍্যাম কম হলেও চায়না সেট এর থেকে বেশি পারফরম্যান্স দেয়।
      • IPS Display আছে কিনা? (ঝকঝকে চেহারার জন্য।) আর গরিলা গ্লাস থাকলে তো ভালই।
      • Display Screen Size. ৪.৭”-৫” হলে ভাল হয়।
      • Camera: ভাল ক্যামেরা না হলে কি চলে। তবে ভাল ক্যামেরা পাওয়ার জন্য Brand এর সেট নেয়াই ভাল।
      • Backup: ব্যাটারী ব্যাকআপ এখন অনেক বেশি ফ্যাক্ট।
      • OS: আন্ড্রয়েড ভার্সন নতুন হওয়া চাই।
      • Sensors: Expert ইউজার দের জন্য সেন্সর খুব জরুরী। এটাই সেট এর দাম বাড়ায়।
      Professor Answered on November 28, 2016.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.