স্মার্ট ফোন কেনার আগে কি কি বিষয় জানার দরকার?
স্মার্ট ফোন কেনার আগে কি কি বিষয় জানার দরকার?
Add Comment
নিচের বিষয় গুলা খেয়াল রাখবেন। বাকি পরিচিত কোন Tech Expert কে সাথে নিয়ে যেতে পারেন।
- Brand. এটাই ফ্যাক্ট। টাকা থাকলে চোখ বন্ধ করে Brand এর সেট নিতে পারেন। যেমনঃ Samsung/HTC.
- র্যাম। ১জিবির বেশি হওয়া চাই। তবে Brand সেট(eg. Samsung) গুলার র্যাম কম হলেও চায়না সেট এর থেকে বেশি পারফরম্যান্স দেয়।
- IPS Display আছে কিনা? (ঝকঝকে চেহারার জন্য।) আর গরিলা গ্লাস থাকলে তো ভালই।
- Display Screen Size. ৪.৭”-৫” হলে ভাল হয়।
- Camera: ভাল ক্যামেরা না হলে কি চলে। তবে ভাল ক্যামেরা পাওয়ার জন্য Brand এর সেট নেয়াই ভাল।
- Backup: ব্যাটারী ব্যাকআপ এখন অনেক বেশি ফ্যাক্ট।
- OS: আন্ড্রয়েড ভার্সন নতুন হওয়া চাই।
- Sensors: Expert ইউজার দের জন্য সেন্সর খুব জরুরী। এটাই সেট এর দাম বাড়ায়।