স্মার্ট হব কিভাবে?
- লোকেরা নিজেদেরকে স্মার্ট দেখানোর সবচেয়ে সাধারণ যে উপায় গ্রহন করে সেটা হলো একজোড়া চশমা পরা। এটি সম্ভবত এমন কিছু যা আপনি ইতিমধ্যে শুনেছেন। মনোবিজ্ঞানীরাও একমত যে চশমাযুক্ত লোকেদের অনেক বেশি বুদ্ধিমান দেখায় এবং এমনকি বাহ্যিকভাবে তাদেরকে চাকরির জন্য আরও যোগ্য বলে মনে হয়।
- নিজের এচিভমেন্ট সম্পর্কে লোকদের বলতে পারেন। এটা এমন নয় যে এর জন্য আপনাকে অহংকারি হতে হবে। বরং আলাপচারিতার মাঝে নিজের সম্পর্কে অন্যদের সাম্মক ধারনা দিলেন যেন তারা আপনাকে বুঝতে পারে। এবং পরবর্তীতে আপনার মেধার এবং কথা উত্তমভাবে যাচাই করতে পারে।
- বাক্তিত্ত বাড়ানোর মত কিছু অভ্যাস গড়ে তুলতে পারেন। যেমন সাহিত্য পড়া , ইউটিউব বা এমন প্লাটফর্মে বিভিন্ন বিশ্লেষণী কথা শোনা, গার্ডেনিং করা। এইগুলো আপনার মেধা বিকাশে এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে খুবি সাহায্য করবে।
- দেখবেন একটা গ্রুপের মাঝে কখনো কখনো অনেক বিষয়ে নিয়ে আলোচনা হয়। সেখানে আপনার সুচিন্তিত মতামত এবং activity দেখানোর মাধ্যমে নিজের বুদ্ধিমত্তার এবং স্মার্টনেসের পরিচয় দিতে পারেন।
- কথা বলার সময় অপ্রয়োজনীয় বড় বড় শব্দগুলো পরিহার করাই উত্তম। তাতে কথা শুনতে ভাল লাগে।এবং এটা একটা বড় স্মার্টনেসের পরিচয়।