স্মার্ট হব কিভাবে?
- কথা বলতে হবে মেপে মেপে।
- প্রচুর জানাশোনার অধিকারী হতে হবে।
- যত বেশি সফলকাম হবেন,ধীরে ধীরে ততবেশি স্মার্ট হয়ে উঠবেন।
- নিজের ব্যক্তিগত গোপন বিষয় কারো সাথে শেয়ার করা যাবে না।
- হতাশাবাদী লোকদের সান্নিধ্য পরিহার করতে হবে।
- কখন কোন ধরনের আচরণ করতে হবে সেটা রপ্ত করতে হবে।
- মাঝে মাঝে ব্যক্তিগত কারণেই নিজেকে সবকিছু থেকে হাইড করে ফেলতে হবে।
- অতিরিক্ত কথা বলার চেয়ে শোনাকে বেশি প্রাধান্য দিন।