হতাশা কীভাবে দূর করব?
হতাশা থেকে কিভাবে বের হওয়া যায় তা তো অবশ্যই বলবো তবে তার পূর্বে একটি কবিতা বলি।
ওহে মানব, শুন এক চিন্তন।
জীবনে পাবেনা ভয়,
ভয়কে করিবে জয়।
মানব জীবন সার,
মিলিয়ে দেখ অতীত বর্তমান যা আছে তোর ভাবনায়।
জীবনে হবেনা হতাশ,
যতক্ষণ আছে এই দেহে শ্বাস।
নিজের ভেতর তৈরি কর এমন জিদ,
যেন তার মৃত্যু হয় অমৃত।
যদি তোমার অতীত কষ্টের হয় তাহলে আমার পরামর্শ হলো: গতস্য শোচনা নাস্তি, অর্থাৎ অতীত নিয়ে সূচনা করে লাভ নেই।
- কেন অতীতকে ভেবে হতাশ হয়ে আছো।ভয় পাওয়ার নাম জীবন নয়, ভয়কে জয় করার নাম জীবন।
- মানব জীবন পরিবর্তনশীল, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো।
- নিশ্চয়ই কোন আপনজনের কারনে হতাশ হয়ে আছো। যদি এমন হয় তবে সেই ব্যাপারে আমার পরামর্শ হলো: এই পৃথিবীতে আপন সেই যে তোমার সুখে হাসে এবং যে তোমার দুঃখে কাঁদে। নিজেকে আয়নার সামনে দাঁড় করান দেখতে পাবেন তোমার আপন সে কে। যাকে তুমি আপন ভেবে কষ্ট পাচ্ছ সে আসলে তোমার আপন নয়।
- নিজের ভেতর এমন উত্তেজনা তৈরি করো যেন তোমার মৃত্যু অমৃতে পরিণত হয়। এমন মৃত্যুবরণ করবে না যে তোমার মৃত্যুতে সবাই হাসে, এমন মৃত্যুবরণ করো যে তোমার মৃত্যুতে সবাই কাঁদে।
তাইতো কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে,
তুমি শুধু কেঁদেছিলে হেসেছিল সবে,
এমন জীবন করিবে গঠন,
মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।
- চেষ্টা করে দেখে যান,
অভিশাপ বনে যাবে তোমার জীবনের বরদান।
যে জিনিসের জন্য তুমি হতাশ হয়ে আছো, তাকে তোমার জীবনের সাফল্যের প্রথম পদক্ষেপ রূপে পরিণত কর।
- ভবিষ্যতের কথা চিন্তা না করে, অতীতকে ভুলে গিয়ে, বর্তমানকে কাজে লাগিয়ে মাঠে নেমে পড়েন, অবশ্যই তোমার জীবনে সাফল্য আসবে।