হাতের পোড়া দাগ দুর করার উপায় কি?

    হাতের পোড়া দাগ দুর করার উপায় কি?

    Add Comment
    1 Answer(s)

      আপনি লেবুর রসের সাথে ২-৩ ফোটা বাদামের তেল বা তিলের তেল মিশিয়ে পোড়া জায়গায় লাগান।দিনে ২বার লাগাবেন। বাদামে থাকে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট আর লেবু প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে। আপনি এটা ব্যবহারে ভাল ফল পাবেন।এছাড়া আপনি অ্যালভেরার রস দিনে ৩ বার আক্রান্ত স্থানে লাগান।এর অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান আপনার দাগকে হালকা করে দিবে ইনশাআল্লাহ। এছাড়া আপনি পেঁয়াজ বা রসুনের রস দাগের স্থানে লাগান।এদের অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিইনফ্লেমেটরি ও  উপাদান দাগ হালকা করে দিবে।আক্রান্ত স্থানে বরফ দিন দিনে ২-৩ বার।

      Professor Answered on July 29, 2019.
      Add Comment

      Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.