হাতে পায়ে প্রচুর লোম থাকা কি কোনো রোগের লক্ষণ?
হাতে পায়ে প্রচুর লোম থাকা কি কোনো রোগের লক্ষণ?
Add Comment
এখন আপনার শরীরে টেস্টোস্টোরেন হরমোন এর উপস্থিতি লক্ষ্য করা যাবে। হাত পায়ে লোম হওয়া অতি স্বাভাবিক একটি ঘটনা, এতে লজ্জিত বা বিব্রত হবার কিছু নেই। যার হরমোন স্বাভাবিক লেভেলে থাকে তার চেহারা তত পুরুষের মতো হবে। তার শারীরিক-মানসিক সব ক্রাইটেরিয়া হবে পুরুষোচিত। সাহস এবং আত্মবিশ্বাস দিয়ে এই পরিবর্তন মোকাবেলা করতে হবে।