হাত পায়ের চামড়া অনেক কুচকানো, কী করতে পারি?
হাত পায়ের চামড়া অনেক কুচকানো, কী করতে পারি?
Add Comment
হাত পায়ের ত্বক অনেকেরই এমন থাকে, অনেক চেষ্টা করেও এটা ঠিক করা যায় না। আপনি হাত পায়ে নিয়মিত ভাল ময়েশ্চারাইজারসমৃদ্ধ লোশন লাগাবেন, কুসুম গরম পানিতে ভিজিয়ে নরম ব্রাশ দিয়ে আর সামান্য হ্যান্ডওয়াশ দিয়ে পরিস্কার করবেন, হলুদ কমলার খোসা চন্দন মধু দুধ দিয়ে প্যাক বানিয়ে সপ্তাহে দুইদিন লাগাতে পারেন। পায়ে জুতা মোজা পড়লে অনেক সময় পা সুন্দর থাকে। তবে পরিচ্ছন্নতা খুবই জরুরী।
সুলতানা পারভীন
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
পাবনা সদর ,পাবনা।