হার্ডডিস্কের ব্যাড সেক্টর কী ?
হার্ডডিস্কের ব্যাড সেক্টর কী ?
আমরা যখন হার্ডডিস্ক এ কোনো তথ্য জমা করি তখন তাকে বলা হয় “Data Write” , আর যখন এসব ডাটা বিভিন্ন সফটওয়্যার এর মাধ্যমে ওপেন করি তখন তাকে বলা হয় “Data Read”. আর এই হার্ডডিস্কের সেক্টর নামক মহা মুল্যবান অংশটুকু যতক্ষন ভালো থাকে ততক্ষন পর্যন্ত আমাদের বিভিন্ন জমাকৃত তথ্য Write বা Read করতে কোনো সমস্যা হয় না । আর এই সেক্টরে Write বা Read করতে যখন কোনো সমস্যা হয় তখন তাকে ব্যাড সেক্টর বলে । হার্ডডিস্কের ব্যাড সেক্টর এর কারণে প্রথম দিকে কম্পিউটারের বিভিন্ন তথ্য Write বা Read করতে দেরি হয়, এই সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকে এবং একটা পর্যায়ে হার্ডডিস্কটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ে এবং হার্ডডিস্ক এ থাকা তথ্য গুলো নষ্ট হয়ে যায়, যার ফলে আমাদের জমাকৃত তথ্যগুলো আর ফিরে পাওয়া সম্ভব হয় না ।