হার্ডডিস্ক কিভাবে পার্টিসন করতে হয়?
হার্ডডিস্ক কিভাবে পার্টিসন করতে হয়?
Add Comment
ধরে নিচ্ছি, তোমার উইন্ডজ ৭ ইন্সটল করা। win key + r চাপ দিয়ে সেখানে, computer management লিখ। তাহলে যে উইন্ডো আসবে, সেখানে দেখবে Disk management আছে । এই Disk management থেকে হার্ডডিস্ক পার্টিসন করা যাবে।
আর যদি নতুন করে উইন্ডজ ইন্সটল কর, তাহলে শুরুর দিকেই উইন্ডজ অটোম্যাটিক হার্ডডিস্ক পার্টিসন করার অপশন দিবে।