হায়েজা নারীর সাথে সঙ্গম করলে কী কাফের হয়ে যাবে?
হায়েজা নারীর সাথে সঙ্গম করলে কী কাফের হয়ে যাবে?
হজরত বুন্দার [রহ] হজরত আবু হোরায়রা [রা]-এর হাদিস বর্ণনা করেন যে, রাসুল [সা] ইরশাদ করেছেন, যে ব্যক্তি হায়েযগ্রস্ত নারীর সাথে সঙ্গম করলো, অথবা স্ত্রীর পায়ুপথ দিয়ে যৌনকর্ম করলো, কিংবা যে গণকের কাছে গেলো, সে প্রকারান্তরে মুহাম্মাদের [সা] প্রতি অবতীর্ণ বিষয়ের সাথেই কুফুরি করলো।
ইমাম তিরমিজি [রহ] বলেন, এ হাদিসের তাৎপর্য হলো, হাদিসে উল্লেখিত বিষয়গুলির প্রতি কঠোরতা প্রদর্শন; এই কাজগুলো করলে কাফের হয়ে যাবে, সেটা মর্ম নয়।
কেননা, রাসুল [সা] থেকে বর্ণিত আছে যে, কেউ যদি হায়েযা নারীর সাথে সঙ্গম করে, সে যেনো একটি স্বর্ণমুদ্রা সদকা করে দেয়। হায়েযা নারীর সাথে সঙ্গম করলে বাস্তবিকই যদি কাফের হয়ে যেতো, তাহলে স্বর্ণমুদ্রা সদকা করে দেয়ার কোনো অর্থ থাকতো না। (তিরমিজি, হাদিস-১৩৫)
মূল : ড. সালেহ ইবনে ফাওজান
ভাষান্তর : মাওলানা মনযূরুল হক