হুজ্জাতুল ইসলাম কার উপাধী?
ইমাম গাজ্জালি (রাহ.) ইসলামকে মধ্যযুগীয় অনৈসলামিক দার্শনিক চিন্তাধারার পঙ্গুকারী প্রভাব থেকে মুক্ত করে পবিত্র কোরআন-হাদিসের শিক্ষায় মুসলমানদের
ফিরিয়ে আনেন। তাই তার এই অবস্মিরণীয় অবদানের জন্য তাকে ‘হুজ্জাতুল ইসলাম’ বা‘ইসলামের রক্ষক’ বলা হয়ে থাকে।