হুদায়বিয়ার সন্ধি কত হিজরীতে সংঘটিত হয়, এর কতটি শর্ত ছিল?
হুদায়বিয়ার সন্ধি কত হিজরীতে সংঘটিত হয়, এর কতটি শর্ত ছিল?
হুদায়বিয়ার সন্ধি ৬ষ্ঠ হিজরীতে সংঘটিত হয়েছিল ।
সন্ধির প্রধান প্রধান শর্তগুলো
ছিল এইঃ
১) মদীনার মুসলামন ও মক্কার
কুরাইশদের মধ্যে দীর্ঘ দশ বছর
পর্যন্ত সকল প্রকার যুদ্ধ-বিগ্রহ বন্ধ
থাকবে।
২) এই বছর মুসলমানেরা উমরাহ না
করেই মদীনায় ফেরত যাবে।
৩) আগামী বছর তারা মক্কায় আগমণ
করতে পারবে। এ সময় তারা সাথে
তীর ও বর্শা আনতে পারবে না।
আত্মরক্ষার জন্য শুধু কোষবদ্ধ তলোয়ার
সাথে রাখতে পারবে।
৪) মক্কায় তারা কেবল তিন দিন
অবস্থান করতে পারবে। তিন দিন
পার হওয়ার সাথে সাথে মক্কা থেকে
বের হয়ে চলে যেতে হবে।
৫) এই দশ বছরের মধ্যে মক্কার কোন
লোক যদি মুসলমান হয়ে মদীনায়
আশ্রয় নেয় তাহলে মদীনাবাসীগণ
তাকে আশ্রয় দিবে না। পক্ষান্তরে
মদীনার কোন লোক যদি মক্কায় চলে
আসে তাহলে মক্কাবাসীগণ তাকে
মদীনায় ফেরত দিবে না।