হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কোথায় করানো হয়?
হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কোথায় করানো হয়?
Add Comment
সাধারণত মাথায় দুই ধরনের চুল থাকে।
১। পার্মানেন্ট হেয়ার (মাথার পেছনে ও পাশে এবং সহজে পড়ে না)।
২। টেমপোরারি হেয়ার (মাথার সামনে ও মাঝে এবং সহজে পড়ে যায়, এতে টাকের সৃষ্টি হয়)।
যাদের চুল প্রতিস্থাপন বা হেয়ার ট্রান্সপ্লান্ট করা হবে তাদের অবশ্যই ডেনার সাইট অর্থাৎ পেছনে চুল থাকতে হয়। যেকোনো বয়সে করা যায় তবে ভালো হয় ১৮-৪৫ বছর পর্যন্ত। আর খরচ প্রায় আনুমানিক ৪৫-৫০ হাজার টাকা পর্যন্ত হবে। বাংলাদেশেই এই চিকিৎসা সম্ভব। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এর চিকিৎসা আছে। এছাড়া অন্যান্য প্রাইভেট হসপিটালগুলোতেও এর ট্রিটমেন্ট রয়েছে।