হোয়াইট হেডস থেকে মুক্তির উপায় কী?
হোয়াইট হেডস থেকে মুক্তির উপায় কী?
Add Comment
হোয়াইট হেডসগুলো দীর্ঘদিন পরিস্কার না করার কারণে স্থায়ী হয়ে গেছে। এক্ষেত্রে আপনি পার্লারে গিয়ে এগুলো অপসারণ করতে পারেন। কেননা এটি স্থায়ী হয়ে শক্ত হয়ে গেছে যেটি অপসারণের জন্য গারম ভাপের প্রয়োজন। তাই পার্লারে গিয়ে এগুলো ভালোভাবে পরিস্কার করে নিন এবং বাসায় এসে নিয়মিত ডিম, দারচিনি, হলূদ, টুথপেস্ট, বেকিং পাউডার, মধু, চালের গুঁড়া ইত্যাদির ব্যবহারে ঘরোয়া পরিচর্যা করুন। তা না হলে আবারো এই সমস্যার সম্মুখীন হতে পারেন।