১০টি উপদেশ দিতে পারবেন কি?
১০টি উপদেশ দিতে পারবেন কি?
Add Comment
০১) পর্ণ এর প্রতি আসক্ত হবেন না। হস্তমৈথুনের থেকে দূরে থালার ট্রাই করবেন।
০২) বই পড়ার অভ্যাস গড়ে তুলুন।
০৩)বন্ধুর সংখ্যা বেশি রাখবেন না। যাদের রাখবেন, বন্ধুর মত বন্ধু রাখবেন।
০৪) নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করবেন না।
০৫) ইন্টারমিডিয়েট এর আগে ভুলেও প্রেম করবেন না। করলে পড়াশোনার ১২ টা বেজে যাবে।
০৬) যেই ধর্ম পালন করেন সেই ধর্মকে অনুসরণ করুন। তাছাড়া অন্য ধর্মকে ছোট ভাববেন না। সবার কাছে নিজ নিজ ধর্ম গুরুত্বপূর্ণ।
০৭) কারো ভক্ত হোন কিন্তু অন্ধভক্ত হবেন না।
০৮) কথাবার্তা যত পারেন কম বলার ট্রাই করবেন।
০৯) সবকিছুতে “হ্যা” বলতে যাবেন না।
১০)সময়কে অপছয় করবেন না।