১৮ বছরের তরুণের জন্য সবচেয়ে বড় উপদেশ কী হতে পারে?

    Train Asked on March 15, 2023 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)
      1. সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বিরত রাখুন।
      2. বিশেষ করে ফেসবুক নামক যে আফিম আছে এটি একেবারেই ব্যবহার করা ছেড়ে দিন।
      3. বন্ধু নির্বাচনে সতর্ক হোন।
      4. যাকে তাকে বিশ্বাস করা এবং প্রয়োজনাতিরিক্ত আড্ডাবাজি ও ঘোরাঘুরি বন্ধ করুন।
      5. চেষ্টা করুন নিজের চরকায় অধিক তেল দিতে। দ্যাট মিন্স নিজের পালে শাণ দিন।
      6. নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না।
      7. আত্মবিশ্বাসী এবং সাহসী হোন।
      8. নিয়মিত বই পড়ুন।
      9. নিয়মিত শরীর চর্চা এবং ব্যায়াম করুন।
      10. নেতিবাচক লোকদের সান্নিধ্য পরিহার করুন।
      11. নিজের জানার আগ্রহকে আরও বাড়িয়ে তুলুন।
      12. কাউকে অন্ধভাবে অনুকরণ করবেন না।
      13. মানুষকে ‘না’ বলতে শিখুন।
      14. মানুষের সাথে যুক্তি সঙ্গত বিতর্ক করুন। প্রয়োজনের সমালোচনা করুন।
      15. নিজের মন এবং হৃদয়কে অনুসরণ করুন।
      16. নিজের মতো হয়ে উঠুন। অন্যের মত হওয়ার প্রয়োজন নেই।
      17. মুখস্থ বিদ্যার পেছনে দৌড়াদৌড়ি করবেন না।
      18. নিজেকে সৃজনশীল কাজে জড়িত রাখুন।
      19. পারলে এলাকায় বিভিন্ন সামাজিক কাজ করুন।
      20. নিয়মিত পত্রিকা পড়ুন। ম্যাগাজিন পড়ুন এবং পাঠ্য পুস্তকের বাহিরে অন্যান্য বইও পড়ুন।
      21. সৃজনশীল হোন।
      22. নিয়ম করে মুভি দেখুন, গান শুনুন এবং টেলিভিশনের নিউজ দেখুন।
      23. নিজের সংস্কৃতি চর্চা করুন এবং নিজেকে শিল্পকলার সাথে জড়িত রাখুন।
      24. মোবাইলের এডিকশন থেকে নিজেকে বিরত রাখুন।
      25. বিনয়ী হোন।
      26. মানুষকে সম্মান দিলে সম্মান কমে না, বরং বাড়ে। এটি মাথায় রাখুন।
      27. নিপীড়িত, অত্যাচারিত এবং দুর্বলের পাশে বল হয়ে দাঁড়ান।
      28. সর্বদা সত্যের পথে অটুট থাকুন।
      29. যা বলতে চান, স্পষ্ট করে বলবেন। কাউকে ভয় পাবেন না।
      30. অন্যের মতামতকে গ্রহণ করুন। অর্থাৎ নিজের মধ্যে সহনশীলতা বৃদ্ধি করুন।
      31. কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না।
      32. কারো সাথে দ্বিমত হলে সেটি তাকে বলতে দ্বিধাবোধ করা যাবে না। তবে সেটি হতে হবে অত্যন্ত যুক্তি সঙ্গতভাবে। কোনোভাবেই ব্যক্তিগত আক্রমণ করে নয়।
      Professor Answered on March 15, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.