৭ মাস বয়সের বাচ্চাকে ঠান্ডা সারাতে মধু খাওয়ানো যাবে কি?
৭ মাস বয়সের বাচ্চাকে ঠান্ডা সারাতে মধু খাওয়ানো যাবে কি?
Add Comment
যেহেতু আপনার বাচ্চার বয়স ৭ মাস তথা ৬ মাসের অধিক, সেহেতু বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি অন্য খাবার খাওয়ানো যাবে। পবিত্র কুরআনে মধুকে সর্বোত্তম খাবার (Best Food) বলা হয়েছে (কুরআন ১৬:৬৯)। আপনার বাচ্চার ঠান্ডা সারাতে হালকা মধু খাওয়াতে পারেন (যেহেতু মধু শরীরে তাপ উৎপন্ন করে এবং শরীর সুস্থ রাখে)। অধিক খাওয়াবেন না, কারণ অতিরিক্ত কোনো খাবারই শরীরের জন্য ভালো নয়। সরিষার তেল আর কাঁচা রসুন একসাথে হালকা গরম করে আপনার বাচ্চার পুরো শরীরে মেখে দিতে হবে। হালকা গরম পানি করে বাচ্চাকে গোসল করাতে হবে। শীত আর ঠান্ডা যাতে বাচ্চার কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য আপনাকে ও আপনার সন্তান উভয়কে ঠান্ডা থেকে দূরে থাকতে হবে। দুজনকেই শীতের কাপড় পরিধান করাতে হবে।