Bluetooth এ কত মিটার পর্যন্ত রেঞ্জ পায়?
Bluetooth এ কত মিটার পর্যন্ত রেঞ্জ পায় জানতে চাই?
Add Comment
সাধারণত ব্লটুথ বলতে আমরা যা বুঝি, মোবাইল থেকে মোবাইল, কম্পিউটার টু মোবাইল এর মাধ্যমে মোবাইল থেকে মোবাইলে ডাটা,ছবি, ইমেজ পাঠানো কিংবা ডাটা শেয়ার করার মাধ্যম। ব্লটুথ ব্যবহার করে আমরা একে অন্য মোবাইল থেকে যেকোন সময় ফাইল ট্রান্সফার করে নিতে পারি।
ব্লটুথ এর রেঞ্জ
সাধারণত একটি ব্লটুথ এর রেঞ্জ 10 মিটার থেকে 100 Meter পর্যন্ত হয়ে থাকে।