CA পড়তে হলে আমাকে কী করতে হবে?
CA পড়তে হলে আমাকে কী করতে হবে?
Add Comment
আপনি যেকোনো অবস্থাতেই ACCA তে ভর্তি হতে পারবেন। গ্রাজুয়েশন কমপ্লিট করে ACCA তে সরাসরি ভর্তি হওয়া যায়। কিন্তু যদি HSC কমপ্লিট করার পর ভর্তি হতে চান- তাহলে ১ থেকে দেড় বছরের একটা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে। এটাকে AFD -ACCA Foundation Diploma বলে। ACCA তে ভর্তির ক্ষেত্রে কোনো মিনিমাম CGPA এর ব্যাপার নেই। তবে রেজাল্ট ভালো করতে পারলে, ভালো।