রেজুমি ও সিভি এর মধ্যে পার্থক্য কি?
রেজুমি ও কারিকুলাম ভিটা (সিভি) খুব পরিচিত দুটি শব্দ। বিভিন্ন প্রয়োজনে আমাদের রেজুমি বা সিভি লিখতে হয়ে থাকে। সেটা চাকুরীর জন্যে আবেদনই হোক কিংবা উচ্চশিক্ষার জন্যেই হোক, এমনকি বিয়ে করতে গেলেও পাত্র বা পাত্রীর অভিভাবক চেয়ে বসতে পারে এই ডকুমেন্টটি। রেজুমি ও সিভি মূলত আপনার পরিচয়, যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, প্রাপ্তি, ইচ্ছা, ইত্যাদির সংক্ষিপ্ত রিপোর্ট।
রেজুমি ও সিভির মধ্যে পার্থক্য :
সাধারণত রেজুমি ও সিভির মূল অংশগুলো একই রকমের।
Resume is a French word meaning “summary”. রেজুমি মূলত এক বা দুই পৃষ্ঠায় লেখা হয়। রেজুমি যেহেতু আকারে ছোট, তাই ভিন্ন ভিন্ন চাকুরীর আবেদনে আপনার রেজুমিটিও হতে পারে ভিন্ন- প্রাসঙ্গিক বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হয়!
অন্যদিকে Curriculum Vitae is a Latin word meaning “course of life”. সিভি লেখায় পৃষ্ঠার সীমাবদ্ধতা নেই এবং স্বাভাবিকভাবেই বিবরনগুলোও হয় তুলনামূলক বিস্তারিত, কয়েকজন সম্মানিত ব্যাক্তির নাম-ঠিকানা (রেফারেন্স) উল্লেখ করতে হয়! সাধারণত, মধ্যম বা উচ্চস্তরের চাকুরি (ক্যারিয়ার) অথবা ফেলোশীপের জন্য কাজে লাগে। রেজুমি ও সিভির প্রধান পার্থক্য এর আকারে এবং প্রাসঙ্গিকতায় নিহিত!
(CV) curriculum vitae অনেক বড় হতে পারে ও Resume সংক্ষিপ্ত হয়
CV-তে বিস্তারিতভাবে আপনার যাবতীয় তথ্যাদি লিখা হয়, আর Resume এ সংক্ষিপ্তভাবে লিখা হয়।