Dynamic Disk এর উপকারিতা কি কি ?

Dynamic Disk এর উপকারিতা কি কি ?

Add Comment
1 Answer(s)

    Dynamic Disk সাধারণত Advanced User এবং প্রয়োজনে ব্যবহার করা হয়ে থাকে। Basic Disk থেকে এই Disk-এ অনেক ভিন্নতা রয়েছে। তা হলঃ

    Simple Volume(Partition কে Volume বলা হয়) – এই অপশনটি Basic Disk এর মত কাজ করে

    Spanned Volume – এই অপশন এর সাহায্যে আপনি দুইটি Hard Disk মিলিয়ে একটি Partition করতে পারবেন। এর সুবিধা হল এটি দুইটি Hard Disk থেকে সমপরিমাণ জায়গা নিয়ে একটি Partition করে। আর যখন প্রথম Hard Disk-এর জায়গা শেষ হয়ে যায় তখন সে দ্বিতীয় Hard Disk ব্যবহার করে।

    Stripped Volume – এই অপশন এর সাহায্যে আপনি অনেকগুলো Hard Disk(Minimum 2) একসাথে করে একটি করে Partition করা যায়। এর সুবিধা হল, এটি একটি ফাইলকে সমান দুই ভাগে ভাগ করে দুইটি Hard Disk-এ সংরক্ষন করে। যেমন ঃ ধরুন আপনি একটি ৫০০ মেগাবাইটের ফাইল সেভ করবেন এই Volume এর মধ্যে। তাহলে আপনার ঐ ফাইলটিকে প্রথমে দুইভাগে ভাগ করে (ভাগ করলে হয় ২৫০ মেগাবাইট) ২৫০ মেগাবাইট রাখবে প্রথম Hard disk-এ এবং পরের ২৫০ মেগাবাইট রাখবে দ্বিতীয় Hard Disk-এ।

    Mirrored Volume -এই অপশন ব্যবহার করা হয় মূলত দুটি একই ধরণের Simple Volume -কে কপি করে অন্য একটি Hard Disk-এ সেভ করার জন্য। এর কারণ হল, যদি কোন কারণে আপানার Hard Disk Crashed করে থাকে, তাহলে সে এইখান থেকে আপনাকে Backup দিতে পারবে।

    Professor Answered on March 11, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.