facebook এ ফটো ভেরিফিকেশন সমস্যা থেকে মুক্তির কোন উপায় আছে কি?

    facebook এ ফটো ভেরিফিকেশন সমস্যা থেকে মুক্তির কোন উপায় আছে কি?

    Vice Professor Asked on December 24, 2016 in ওয়েবসাইট.
    Add Comment
    1 Answer(s)

      আপনার সমস্যাটা এখন একটা খুব কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা ফেসবুক ব্যবহার করি ঠিকই কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন পোস্ট বা স্ট্যাটাস ফেসবুকের Terms of Service এর বাইরে চলে যায়। যেমন:

      ১. ফেসবুকে কোন স্প্যামিং করা যাবে না
      ২. কোন অননুমোদিত ব্যবসায়িক বিজ্ঞাপন ব্যবহার করা যাবে না
      ৩. বেআইনী MLM করা যাবে না
      ৪. কোন ভাইরাস বা Malicious code আপলোড করা যাবে না
      ৫. অন্য কোন ইউজারকে হ্যারাস করা যাবে না
      ৬. পর্নোগ্রাফিক কন্টেন্ট শেয়ার করা যাবে না
      ৭. পোস্টে হিংস্রতা, নগ্নতা, ঘৃণা, হুমকি এসব থাকতে পারবে না
      ৮. ফেসবুকে বেআইনী কোন কার্যক্রম পরিচালনা করা যাবে না
      ৯. অন্যের অনুমতি ছাড়া তার নামে একাউন্ট খোলা যাবে না
      ১০. অন্যের সম্মান বা অধিকার খর্বকারী পোস্ট দেয়া যাবে না
      ১১. নিজের অ্যাকাউন্টে কোন অসত্য বা ভুল তথ্য দেয়া যাবে না
      ১২. নিজের পাসওয়ার্ড অন্য কারো সাথে শেয়ার করা যাবে না।

      এরকম আরো অনেক অনেক terms আছে যা ফেসবুক তার ব্যবহারকারীদের পালন করার নির্দেশ দেয়। কিন্তু আমরা অনেক সময়ই এগুলো মানি না। আপনি যদি প্রায়ই ফেসবুক আইডি ফটো ভেরিফিকেশনে পড়েন, তাহলে সম্ভাবনা আছে যে আপনি ফেসবুকের কোন নিয়ম লঙ্ঘন করছেন অথবা অন্য কেউ আপনার আইডি বা আপনার কোন শেয়ারড কন্টেন্ট এর ব্যাপারে ফেসবুকের কাছে রিপোর্ট করছে। তাই এই ব্যাপারে সতর্ক থাকুন। এমন কোন কিছু করবেন না যাতে অন্য কেউ আপনার কোন কন্টেন্ট বা আইডির বিপরীতে রিপোর্ট করে।

      ID verification এর সবচেয়ে সহজ উপায় হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে আপনার মোবাইল নাম্বার অ্যাড করা। সেক্ষেত্রে মোবাইল নাম্বার দেয়ার পর আপনার নাম্বারে একটা verification code আসবে sms এর মাধ্যমে। সেই কোডটি আপনি ফেসবুকে আপডেট করে দিলে আপনার মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড হয়ে যাবে। এরপর কখনো ফেসবুক আইডি ভেরিফাই প্রয়োজন হলে ফেসবুক আপনার নাম্বারে verification code পাঠিয়ে সেটা কনফার্ম করবে।

      Professor Answered on December 24, 2016.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.