free basics facebook কী?
free basics facebook কী?
Add Comment
ফেসবুক প্রতিষ্ঠাতা Mark Juckerberg, Free basics (Internet.org) এর প্রবক্তা। এর Core objective হচ্ছে বৈষম্যহীনভাবে জ্ঞান ও তথ্যের জগতে সবার অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা। Internet.org পুরো বিশ্বকে ইন্টারনেট সেবার সাথে যুক্ত করার পিছনে কাজ করে যাচ্ছে। তারা ইন্টারনেট সেবাকে আরো বেশি সহজলভ্য এবং সাশ্রয়ী করার মাধ্যমে তাদের লক্ষ্য পূরণ করতে চায়। একই সাথে যেসব ডিভাইসের মাধ্যমে মানুষ ইন্টারনেট সেবা গ্রহণ করে সেগুলোকেও সহজলভ্য করার পিছনে Internet.org কাজ করে।