GSM জি এস এম কি?
GSM জি এস এম কি জানতে চাই?
GSM এর পূর্ণ রূপ হচ্ছে, Global System for Mobile Communication ।সাধারণত GSM হল একটি আন্তর্জাতিক
স্ট্যান্ডার্ড। GSM মূলত ইউরোপ, এশিয়া, আমেরিকা, আফ্রিকা ও অষ্ট্রেলিয়াতে বহুল পরিমানে ব্যবহৃত হয়ে থাকে। আমাদের দেশেও GSM এর প্রচলন অনেক অংশে বেশি। তবে বাংলাদেশের সকল মোবাইল অপারেটর GSM ব্যবহার করে থাকে। GSM ইউরোপ ও এশিয়াতে ৯০০ মেগাহার্জ থেকে ১৮০০ মেগাহার্জ পর্যন্ত চলে এবং আমেরিকাতে ১৯০০ মেগাহার্জ পর্যন্ত চলে৷ জিএসএম ব্যবহার করার জন্য GSM ফোন কিনে আপনি বাংলাদেশেও ব্যবহার করতে হলে আপনাকে শুধু একটি সিম কার্ড SIM (Subscriber indenification module) কিনতে হবে৷ এই সিম কার্ডটি মূলত ছোট একটা পাতলা চিপ এর মত দেখতে হবে। এই সিম কার্ডের ভিতরে মোবাইল কম্পানির সংযোগ আইডি ও ব্যবহারকারীর তথ্য থাকে৷