LCD ও LED টিভির মধ্যে পার্থক্যগুলো কি কি?
LCD =>Liquid crystal display এবং
LED => Light emitting diode
এ দু’য়ের মধ্যে পার্থক্যগুলো :
– LED এবং LCD এর মধ্যে প্রধান পার্থক্য হলো LED এর উজ্জলতা LCD এর চেয়ে অনেকগুণ বেশি ! যার কারণে LED টিভিতে বাইরের উজ্জলতা অনেক বেশি থাকার পরেও বেশ ভালো ভাবে দেখা যায় (এই যেমন রোদের মধ্যে নিয়ে গেলেও দেখা যাবে) কিন্তু তা LCD তে সম্ভব না।
– LCD টিভি এবং LED টিভি দুটোতেই দুটা করে গ্লাস প্যানেল থাকে। গ্লাস প্যানেল দুটার মাঝে থাকে লিকুইড ক্রিস্টাল (LCD, LED দুটোতেই) l এই প্যানেলগুলোর পেছন থেকে আলো ফেলে ক্রিস্টালগুলো আলোকিত করা হয় এবং আমরা ছবি দেখতে পারি। LCD টিভি তে এই আলো ফেলে সুক্ষ সুক্ষ ফ্লোরেসেন্ট বাতি (Florescent Lamp) আর LED টিভি তে এই আলো ফেলে সুক্ষ সুক্ষ LED বা Light emitting diode । LED ফ্লোরেসেন্ট বাতির চেয়ে বেশী উজ্জ্বল বলে LED টিভি বেশী Sharp দেখায়।
– LED টিভির Contrast Ratio 500,000:1 পর্যন্ত হয় আর LCD টিভির Contrast Ratio 100,000:1 পর্যন্ত হয়। LED তে কনট্রাস্ট রেশিও LCD এর চেয়ে অনেক বেশি হওয়ার কারণে এর পারফরমেন্স বেশ ভালো। এজন্য LED টিভিতে কালো কে সত্যি কালো দেখা যায় ধুসর নয়।
– সকল LED ই LCD তবে সকল LCD কিন্তু LED না ! LED বিশেষ ধরনের LCD যেখানে লাইট সোর্স হিসাবে LED ব্যাকলিট ব্যবহার করা হয়। আর সাধারণ LCD তে সম্ভবত ফ্লুরোসেন্ট লাইট ব্যবহার করা হয়।
– বিভিন্ন বর্ণ মিশ্রিত ছবির ক্ষেত্রে LED তে অনেক বেশি বাস্তবধর্মী মনে হয়।
– LED এর ভিউইং অ্যাঙ্গেল অনেক বেশি যার ফলে মোটামুটি যেকোনো জায়গা থেকে ছবি খুব ক্লিয়ার দেখা যায় যেটা LCD এর ক্ষেত্রে হয় না l একটু ডানে বামে সরলেই অন্ধকার দেখা যায়,অবস্য এটা মনিটরের মানের উপরও অনেকটা নির্ভর করে।
– LED টিভিতে Mercury নাই কিন্তু LCD টিভিতে Mercury থাকে তাই LED টিভি বেশী পরিবেশ বান্ধব।
– LED টিভির আর একটি ভালো বৈশিষ্ট্য হলো LED তে বিদ্যুত বিল LCD অপেক্ষা অনেক কম আসে,কারণ LED তে শক্তির অপচয় হয় না বললেই চলে l LED টিভিতে LCD টিভির চেয়ে প্রায় ৪০% কম এনার্জি খরচ হয়।
– ওজন ও আকারগত দিক থেকে LED টিভি LCD টিভির চেয়ে অনেক হালকা ও পাতলা।