LiFi কি ও লাই-ফাই কাকে বলে ?
LiFi কি ও লাই-ফাই কাকে বলে জানতে চাই?
Add Comment
সাধারণত Li-Fi এর পূর্ণরূপ হচ্ছে, লাই-ফাই (Light Fidelity), একটি দ্বিমুখী, উচ্চ গতির এবং ওয়াই ফাই অনুরূপ সম্পূর্ণরূপে তারবিহীন বেতার যোগাযোগ প্রযুক্তি। এটা এখন পর্যন্ত প্রতি সেকেন্ডে 224 গিগাবাইট এর গতি পৌঁছনো, ওয়াই ফাই চেয়ে প্রায় 100 গুণ দ্রুত কাজ করে থাকে ।