Networking / Internet এর ব্যবসা করতে চাই, এর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ এবং জরুরী তথ্য জানতে চাই।
Networking / Internet এর ব্যবসা করতে চাই, এর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ এবং জরুরী তথ্য জানতে চাই।
১) ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম কথা হলো, আপনি সাধারণ ওয়াই ফাই দিয়ে ব্যবসা করতে পারবেন না। সাধারণ ওয়াই ফাই রাউটার সাধারণত ১০ থেকে ১৫ টি ডিভাইসের জন্য ভালো কাজ করে। সাধারণ ওয়াই ফাই সাধারণত একটি অফিসের জন্য বা একটি বাসায় ব্যবহৃত ডিভাইসের ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহার করা হয়। ব্যবসায়িক কাজের জন্য প্রফেশনাল ওয়াই ফাই রাউটার প্রয়োজন হবে। আপনার প্রাথমিক খরচ দুই আড়াই লাখের অনেক বেশি হবে। তবে এটা নির্ভর করছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানটির অবস্থান কোথায়, তার উপর। আর আপনাকে ব্যবসায়িক লাইসেন্স বের করতে হবে। এটি ছাড়া ব্যবসা করতে পারবেন না। দ্বিতীয় কথা হলো, ওয়াই ফাই রাউটার এর স্পিড নির্ভর করে এর সাথে সংযুক্ত ডিভাইসের উপর। যতগুলো ডিভাইস সংযুক্ত হবে, ওয়াই ফাই রাউটার এর মোট ক্ষমতা তত দিয়ে ভাগ হয়ে যাবে। অর্থাত আপনার ক্লায়েন্ট যদি বেশি পরিমানে হয়, তাহলে তারা মোটেও সন্তোষজনক স্পিড পাবে না। সেক্ষেত্রে আপনাকে অনেকগুলো ওয়াই ফাই রাউটার কিনতে হবে।
২) বিদেশী ডিভাইস গুলোর মূল্য ২০ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে। আর রেঞ্জ কাভার করে ১৫ কিমি থেকে ৫২ কিমি পর্যন্ত। কম মূল্যের জন্য আপনি আইডিবি ভবনে খোঁজ নিতে পারেন।
৩) ইন্টারনেট ব্যবসার জন্য আলাদা কিছু কাস্টমাইজ সফটওয়্যার এবং ডিভাইস পাওয়া যায়, যেটা আপনাকে কিনে নিতে হবে এবং এর খবর আপনার আইএসপি প্রোভাইডার এর কাছেই পাবেন। অথবা আপনি প্রফেশনাল কাউকে দিয়ে বানিয়েও নিতে পারেন। মূলত এই সফটওয়্যারটিই আপনার সবকিছু নিয়ন্ত্রণ করবে। কোথায় কতটুকু স্পিড যাবে, কিভাবে যাবে, কার সংযোগ কখন বিচ্ছিন্ন হবে, সব কিছু।
৪) আপনি যে সফটওয়্যার টি ব্যবহার করবেন, সেটিই আপনার আয় ব্যয় এর সব রকম হিসেব রাখবে। কোনো কাস্টমার এর বকেয়া বিল থাকলে এই সফটওয়্যার অটোমেটিকালি তার সংযোগ বিচ্ছিন্ন করে দেবে। এমনকি কোন কাস্টমার কিভাবে ইন্টারনেট ব্যবহার করছেন, কার জন্য কতটুকু ব্যান্ডউইথ খরচ হচ্ছে, সবই দেখতে পারবেন।
৫) আপনি এই বিষয়ে শর্ট কোর্সের জন্য – ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এর সাথে যোগাযোগ করতে পারেন। ওদের ওখানে কম খরচে কোর্স করার ব্যবস্থা আছে। এছাড়াও আপনি আইডিবির বিভিন্ন কোর্স কো-অর্ডিনেটরদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ এবং আপনার ভবিষ্যত ব্যবসার জন্য শুভ কামনা। ধন্যবাদ