PNG ফরমেট কি?
PNG ফাইল ফরমেট মূলতঃ ছবির প্রতিটা বিটের তথ্য সংরক্ষন করে আর তাই ছবির মান একটুও খারাপ হয় না। আইকন, লগো ইত্যাদিতে পিএনজি ফাইল ফরমেট ব্যবহৃত হয়। পিএনজি ফাইলের সাইজও বেশ বড় হয়। এটিতে কোন তথ্য সংকুচিত করা হয় না।
JPG ফরমেটকে পিএনজি’র বিপরীত বলা চলে। এটি ছবির তথ্যসমুহকে এমনভাবে সংকুচিত করে যাতে দেখতে বেশ সুবিধাজনকই মনে হবে। কিন্তু অনেক তথ্যই সংকুচিত করা হবে।