QR Code কি?
QR Code এর পূর্ণ রূপ হচ্ছে Quick Response code । এটি হচ্ছে এটি দুই মাত্রিক (2D) ম্যাট্রিক্স বারকোড । সহজে বলতে গেলে আমাদের বহু পরিচিত বারকোডের এটি উন্নত সংস্করণ । QR কোডে মেসেজ, নম্বর বা অক্ষর দিয়ে তৈরী ডাটা, সাইটের ইউ-আর-এল(URL), ফোন নম্বর ইত্যাদি ছবির আকারে এনকোড করে রাখা হয় ।