SEO কি?
SEO এর পুর্নরুপ হচ্ছে Search Engine Optimization. আমরা গুগলে কিংবা বিভিন্ন সার্চ ইন্জিন গুলোতে প্রায়ই তথ্য সার্চ করি । সার্চ ইন্জিনে তথ্যগুলো এমনিতেই আসেনা । সেখানে ওয়েব সাইটে জানিয়ে দেয় যে তাদের সাইটে কোন কোন পেজ আছে । পাশাপাশি সাইটের কন্টেন্ট বা আর্টিকেল গুলো ও লিখা হয় ইউনিক যাতে অন্যের কন্টেন্ট বা আর্টিকেল এর সাথে হুবহু না মিলে ।
তাহলে বলা যেতে পারে যে সার্চ ইন্জিন এ নিজের ওয়েব পেজ গুলোকে সার্চ রেজাল্টের প্রথম দিকে নিয়ে আসবার জন্য যা করা হয় তা ই এস ই ও ( SEO ) .