vpn কি? vpn কিভাবে ব্যবহার করব?

    vpn কি?vpn কিভাবে ব্যবহার করব জানতে চাই?

    Add Comment
    1 Answer(s)

      vpn কি?

      Virtual Privet Network কে সংক্ষেপে VPN বলা হয় । এর সাহায্যে আপনি আপনার লোকেশন হাইড করতে পারবেন । অনেক সময় নিজের বর্তমান লোকেশন বদল করে অন্য দেশের ইন্টারনেট ইউজার হয়ে আমাদের কিছু কিছু ওয়েব সাইট ভিজিট করতে হয় ।

      আসলে যেটা ঘটে সেটা হল আমাদের নেট প্রোভাইডার যে আইপি আমাদের দেয় সেটিকে হাইড কিংবা বাইপাস করে অন্য দেশের আইপি এড্রেস ব্যবহার করা যায় ভিপিএন দিয়ে ।

      vpn কিভাবে ব্যবহার করব?

      vpn ব্যবহার করবার জন্য বেশ কিছু Software আছে । সেগুলো আপনার ফোন কিংবা মেশিনে সেটআপ দিয়ে আপনি ভিপিএন ব্যবহার করতে পারবেন । VPN software গুলো কিছু ফ্রি আবার কিছু পেইড ও আছে ।  মোবাইলে এখন পর্যন্ত Hotspot Shield Free ব্যবহার করা যায় কিন্তু কম্পিউটারের জন্য পেইড করে ফেলেছে ।

      লেটেস্ট Opera ওয়েব ব্রাউজারের সাথে আপনি ফ্রি ইউজ করতে পারনেন । অথবা Avira Phantom VPN আপনাকে মাসে 500 MB পর্যন্ত ফ্রি ব্যবহার করতে দেবে ।

      Professor Answered on February 21, 2019.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.