Website কত প্রকার ও কি কি?
Website কত প্রকার ও কি কি জানতে চাই?
ওয়েবসাইট কে আমরা সাধারনত দুই ভাগে ভাগ করি । একটি হচ্ছে Static আর একটি Dynamic.
যে Website গুলো শুধু HTML CSS Image দিয়ে তৈরি এবং যেগুলোতে তেমন Interactive functionality নেই, সেগুলোকে আমরা Static Site বলি। এ ধরনের সাইট গুলো সাধারনত Product Promotion এর জন্য বেশি ব্যবহার করা হয় । কিংবা কিছু কিছু সাইট আছে যেগুলো খুব কম আপডেট করা লাগে, সেগুলোতে Statics Web Site ব্যবহার করা হয় । এগুলোতে কোন কমেন্ট কিংবা রেটিংস দেবার কোন অপশন ই থাকেনা ।
আবার যে ওয়েবসাইট গুলো Interactive functionality যুক্ত যেমন একাধিক মানুষ লিখতে পারে, লগইন করতে পারে, কমেন্ট করতে পারে সেই সাইট গুলো ডাইনামিং ওয়েবসাইট । যেমন আমাদের কিভাবে.কম একটি ডাইনামিক ওয়েবসাইট। একই ভাবে যে সাইট গুলোতে সরাসরি অনলাইনে প্রডাক্ট কেনাযায় কিংবা ইউজারের activity র উপর কন্টেন্ট সার্ভ করে সেগুলো Dynamic Web Site.