অতীত কে কিভাবে ভুলে থাকা যায়? কিছু উপয় বলেন?

    অতীত কে কিভাবে ভুলে থাকা যায়? কিছু উপয় বলেন?

    Train Asked on March 17, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      মানসিক ভাবে শক্ত লোকেরা কখনোই অতীত নিয়ে পড়ে থাকে না।তারা আনন্দের পেছনে ছুটে না। তারা সর্বদা ইতিবাচক চিন্তা করে। তারা সিদ্ধান্তে অটল থাকে। অতীতকে ভুলে থাকার উপায় গুলো নিম্নে বর্ণনা করছি:

      ১)We should not waste time feeling sorry for ourselves . অর্থাৎ অতীতের যে কোন ভুল যত বড়ই হোক না কেন তার জন্য অনুতাপ করে সময় নষ্ট করে না। মানসিকভাবে শক্ত লোকেরা কখনোই দুঃখের ভার বয়ে জীবনকে আরও দুঃখ ময় করে তুলেনা।

      ২) We should accept change. যারা অতীত নিয়ে ভাবে না তারা পরিবর্তনকে সানন্দে গ্রহণ করে। কারণ পরিবর্তনই মানব জীবনের পরম সত্য। যে সময়ের সাথে সাথে নিজের মনকে পরিবর্তন করতে পারে না, সে কখনোই মানসিক ভাবে শক্ত হতে পারে না।

      ৩) Man is the maker of his own destiny. অর্থাৎ মানুষ নিজেই তার ভাগ্যের স্রষ্টা। সমাজ বিরোধী কথা না শুনে নিজের মনস্থিতীকে বদলে ফেলো।

      ৪) We should not try to please everyone. যারা অতীত নিয়ে ভাবে না তারা কখনোই সবার মন যুগিয়ে চলার চেষ্টা করে না। অর্থাৎ অন্যের কথা ভেবে নিজের মনকে খারাপ করে না। সর্বদাই নিজের অনুভূতির উপর গুরুত্ব দেয়।

      ৫)They do not fear taking calculated risks. অর্থাৎ হিসাব-নিকাশ কষে জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা ঝুঁকি নিতে ভয় পায় না বা পিছুপা হয় না।

      ৬) They do not live in the past. অর্থাৎ অতীতকে ভেবে তারা বর্তমানকে ধ্বংস করে না। তারা ভবিষ্যতের কথা চিন্তা না করে অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে কাজে লাগিয়ে এগিয়ে চলার চেষ্টা করে।

      ৭) They do not make the same mistake repeated. অর্থাৎ তারা একি ভুল বার বার করে না। তারা জীবনের প্রতিটি ভুল থেকে শিক্ষা নেয়।

      ৮) They do not feel jealous about other people success. অর্থাৎ তারা অন্যের সাফল্যে ঈর্ষা করে না। বরং তারা অন্যের সম্বন্ধে ভালো কিছু ভাবে।

      ৯) They do not give up after the first failure. অর্থাৎ তারা প্রথমবার ব্যর্থ হলে হাল ছাড়ে না। বার বার চেষ্টা করতে থাকে যতক্ষণ না তার লক্ষ্যে পৌঁছায়।

      ১০) They do not feel boring when they are alone. অর্থাৎ তারা বিরক্ত অনুভব করে না যখন তারা একা থাকে।

      Professor Answered on March 17, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.