অতীত নিয়ে আপনার কী কী আফসোস আছে?
অতীত নিয়ে আপনার কী কী আফসোস আছে?
Add Comment
০১) স্কুল কলেজে ফিরে গেলে আরও ভালো করে পড়তাম। বিশেষ করে ম্যাথ, ফিজিক্স আর রসায়ন।
০২) সোশ্যাল মিডিয়া বিশেষ করে মেটার কোনো এপস ডাউনলোড দিতাম না।
০৩) মোবাইল ইউস না করে খেলাধুলা ও বই পড়তাম।
০৪) বাবা-মায়ের উপর বেশি নির্ভরশীল হতাম না।
০৫) ইন্টার পরে IELTS দিয়ে দিতাম।
০৬) আগে থেকে টাকা ম্যানেজমেন্ট করা শুরু করে দিতাম।
০৭) অসহায় বা গরিবদের সাহায্য করতাম।
০৮) কোনো মোল্লার কথা না শুনে কুরআন-হাদিস অনুসরণ করতাম।
০৯) বন্ধুর সংখ্যা একেবারে কমিয়ে নিতাম।
১০) রাত্রে জেগে থাকতাম না। এখনো জেগে থাকি। তবে আগে সারারাত জেগে থাকতাম এখন তাড়াতাড়ি ঘুমিয়ে যাই।