|
অভিশ্রবন, ব্যাপন ও প্রস্বেদন এর সংজ্ঞা চাই?
অভিশ্রবন, ব্যাপন ও প্রস্বেদন এর সংজ্ঞা চাই?
Add Comment
ব্যাপনঃ কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।
অভিস্রবণঃ বৈষম্যভেদ্য পর্দা ভেদ করে দ্রাবকের নিম্ন থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াকে অভিস্রবণ বলে।
প্রস্বেদনঃ যে শারীরতত্ত্বীয় প্রক্রিয়ায় উদ্ভিদ তার বায়বীয় অঙ্গের মাধ্যমে পানি বের করে দেয়, তাকেই প্রস্বেদন বলে।