আত্ম-উন্নয়নের জন্য প্রতিদিন কোন কাজগুলো অবশ্যই করা প্রয়োজন?
আত্ম-উন্নয়নের জন্য প্রতিদিন কোন কাজগুলো অবশ্যই করা প্রয়োজন?
Add Comment
১. শরীর-স্বাস্থ্য সবসময় ভালো ও নীরোগ রাখার চেস্টা করতে হবে৷ সতত আরোগী যেই সুখী বলি তারে। সুতরাং সবসময় সুস্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন। এজন্য পরিমিত আহার কিংবা ব্যায়াম যা যা করা লাগে করবেন।
২. মানসিক শান্তি যেন বজায় থাকে সেজন্য চেস্টা করবেন। এজন্য ধর্মের মৌলিক বা অত্যাবশকীয় বিধানগুলো মেনে চলতে পারেন।
৩. জীবনের পথে চলার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে হবে। যেকোনো মানুষের সবচেয়ে বড় পুঁজি তার গুণগত যোগ্যতাসমূহ। আপনার অভিষ্ট লক্ষ্যের দিকে খেয়াল রেখে প্রয়োজনীয় যোগ্যতা অর্জনে নিয়োজিত থাকুন। সময়ের সদ্ব্যবহার করুন।