আত্মবিশ্বাসহীন কাউকে আত্মবিশ্বাসী করে তোলার উপায় কী?

    আত্মবিশ্বাসহীন কাউকে আত্মবিশ্বাসী করে তোলার উপায় কী?

    Doctor Asked on October 19, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      আত্মবিশ্বাসের অভাবের জন্য সাফল্যের অভিজ্ঞতার অভাব নয়, বরং ব্যর্থতার অভিজ্ঞতার অভাব দায়ী । কেউ প্রথমবারেই কপালজোরে সাফল্য লাভ করতে পারে কিন্তু তার জন্য তাঁর মধ্যে এই বিশ্বাস জন্মায় না যে সে পরের বারেও একইভাবে সফল হবে । এর কারণ সে জানে না যে তার পদক্ষেপে কতরকমভাবে ভুল হতে পারে । যে এটা জানে সে নিশ্চিতভাবে একাধিকবার ব্যর্থ হওয়ার কারণেই তা জানে এবং সেই কারণে তার সাফল্য আসে দক্ষতা ও আত্মবিশ্বাসের জোরে, ভাগ্যের জোরে নয় ।

      আত্মবিশ্বাসী হতে হলে যত ব্যর্থ হওয়া যায় ততই উত্তম, কারণ প্রতিটা ব্যর্থতা এক-একটা শিক্ষা আর এক-একটা শিক্ষা হল আত্মবিশ্বাসী তথা দক্ষ হয়ে ওঠার দিকে এক-একটা সোপান ।

      Professor Answered on October 19, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.