আপনার কোনও একটি উদ্ভট অভ্যাস কী?
আপনার কোনও একটি উদ্ভট অভ্যাস কী?
স্মৃতি নিয়ে বাঁচা কিংবা স্মৃতি জমিয়ে রাখতে অপছন্দ করা। স্মৃতি জমা রাখবার জন্য যা যা করণীয় তার সবকিছু থেকে দূরে থাকা।
আমার মনে হয়, তারাই স্মৃতি নিয়ে বাঁচতে চায়, যারা বর্তমানে অসুখী কিংবা বর্তমানকে ভুলে থাকতে চায়। তবে যারা বর্তমানের প্রতিটা মুহূর্তকে মায়ের মতো ভালোবাসে তাদের জন্য বর্তমান মুহূর্তটাই সব। তাদের স্মৃতির প্রয়োজন হয় না। তারা স্মৃতি কুঁড়িয়ে থলি ভরতে চায় না। বর্তমানই তাদের একমাত্র অবলম্বন।
মনে করেন; আপনি কোনো সুন্দর জায়গায় ভ্রমণে গেলেন। সেখানে গিয়ে চারপাশের প্রকৃতি উপভোগ না করে শুধু ছবি আর ভিডিও করে ফোনে সেইভ করে রাখলেন কিংবা সোশ্যাল মিডিয়াতে আপলোড দিলেন। আপনার মনের বাসনা, ভবিষ্যতে আপনি এই অতীত স্মৃতি স্মরণ করে কিংবা দেখে আনন্দিত হবেন।
কিন্তু এসব করতে যেয়ে আপনি বর্তমান মুহূর্তকে অবহেলা করলেন। আপনি চারপাশের মানুষ, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা থেকে নিজেকে বঞ্চিত করলেন। নিজেকে হতভাগ্য করলেন। এবং এভাবে নিজেকে ধোঁকা দিতে দিতে একদিন মৃত্যু নামক নিশ্চিত গন্তব্যে হারিয়ে গেলেন। পৃথিবীর জানা জীবন আর নিজের মতো করে উপলব্ধি করতে পারলেন না।
এজন্য আমি শুধু বর্তমানে বাঁচতে চাই। চারপাশের প্রকৃতির ছবি না তুলে পঞ্চইন্দ্রিয় দিয়ে প্রাণভরে উপভোগ করতে চাই। মেঘের বিস্বাদ, বৃষ্টির গন্ধ, পাখিদের গান, ঘাসের আর্তনাদ, ফড়িংয়ের স্বপ্ন, আর বাতাসে বিরহের গান শুনতে চাই। আমি শুধু বর্তমানে বাঁচতে চাই বই, প্রকৃতি, গান আর কবিতার সাথে।