আপনার জীবন থেকে আমাকে দুইটা উপদেশ দেবেন কি?
আপনার জীবন থেকে আমাকে দুইটা উপদেশ দেবেন কি?
Add Comment
- কেউ সাহায্য না চাওয়া অবধি আগ বাড়িয়ে তাকে সাহায্য করতে যাবেন না, কখনও না। এতে আপনার নিজেরই ক্ষতি হবে এবং আপনিই ছোট হবেন। আর সব কথায় হ্যা বলতে যাবেন না।
- পরিবারের চেয়ে অন্য কাউকে বেশি প্রাধান্য দেবেন না। আর নিজের চেয়ে বেশি প্রাধান্য বন্ধুদেরও দিবেন না।